উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। নিয়ত হৃদয়ের বিষয়। মুখে বলার সাথে নিয়তের সম্পর্ক নেই। নিয়তের সম্পর্ক হৃদয়ের সাথে। তাই মনের ভিতর সালাতের বিষয়টি থাকাই হলো নিয়ত। মুখে নিয়ত করার বিষয়ে কোন হাদীস নেই, মুখের নিয়ত করার প্রয়োজনও নেই।
আসসালামু আলাইকুম …স্যার প্রতি শ্রদ্ধা রেখ বলছি …স্যার একটা ভিডিও তে বলছে সালাতের আগে আমরা সাধারণত যে নিয়ত করি তা করা লাগবে না তাহলে আমরা সালাত কিভাবে শুরু করব ..জানালে উপকৃত হইতাম …ধন্যবাদ
ওয়া আলাইকুমুস সালাম। নিয়ত হৃদয়ের বিষয়। মুখে বলার সাথে নিয়তের সম্পর্ক নেই। নিয়তের সম্পর্ক হৃদয়ের সাথে। তাই মনের ভিতর সালাতের বিষয়টি থাকাই হলো নিয়ত। মুখে নিয়ত করার বিষয়ে কোন হাদীস নেই, মুখের নিয়ত করার প্রয়োজনও নেই।