উত্তর
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ-
মাকাম শব্দের অর্থ হলো-দাঁড়ানোর স্থান, মজলিশ ইত্যাদি। সে হিসেবে দারুল মাকাম (دار المقام) এর অর্থ হয়-দাঁড়ানোর স্থানের ঘর বা অবস্থানস্থল ইত্যাদি। সুতরাং অর্থের দিক থেকে মন্দ কিছু না থাকায় দারুল মাকাম তালিমুল কোরআন মাদ্রাসা নামকরণে কোনো বাধা নাই। আল্লাহ আপনার মঙ্গল করুন। |