আসসালামু আলাইকুম, হুজুর। আমি আপনার কাছে একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম। তাই আমার সমস্যাটা আপনাকে জানাচ্ছি। আমার মা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন ১৯৭১ সালে। এখন পর্যন্ত আমার নানার বাড়ির সকলেই হিন্দু। পারিবারিক কারনে (আমার খালার ছেলে বিয়ের সময় আমাদের দাওয়াত করেনি।) সেই সময় থেকেই এই সমস্যা শুরু হয়। আমার মা আর তাদের সাথে সম্পর্ক রাখতে চান না। উল্লেখ্য যে, উনি একজন ধার্মিক মহিলা এবং যেহেতু আব্বা ঐ ঘটনার কিছুদিন পরেই আব্বা মারা যান। এখন আমার প্রশ্ন যে, এতে কি আমার মায়ের আত্মীয়তার সম্পর্ক ছিন্নের অপরাধী হবেন কি না?? আর একজন হুজুর বলেছেন আমরা দুই ধর্মের হওয়াতে কোন অপরাধ নয়। আমাকে একটু সঠিক তথ্য দিয়ে উপকৃত করবেন, প্লিজ।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম।হ্যাঁ, রাস্তার ডান পাশ দিয়ে চলা সুন্নাত। নিচের হাদীসটি লক্ষ্য করুন:
عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ التَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ وَطُهُورِهِ وَفِي شَأْنِهِ كُلِّهِ
হযরত আয়েশা রা. বলেন, নবী সা. ভালবাসতেন, ডান দিক থেকে জুতা পরতে, পবিত্রতা অর্জন করতে এবং সকল কাজ ডান দিকে থেকে করতে।সহীহ বুখরী, হাদীস নং ১৬৮
عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ لاَ أَكُفُّ شَعَرًا ، وَلاَ ثَوْبًا.