আল্লাহর অশেষ অনুগ্রহে 'রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সকাল-সন্ধ্যার দুয়া ও যিকর'-পুস্তিকাটি প্রকাশ ও বিপুল পরিমাণ বিতরণের পর এবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের 'উপকারী ইলম' প্রকল্পের অংশ হিসেবে প্রকাশিত হলো 'রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ৫ ওয়াক্ত সালাত পরবর্তী দুয়া ও যিকর'।
পকেটে বহনযোগ্য এই দুয়ার কার্ডে প্রতিটি দুয়ার উচ্চারণ এবং অর্থ ও রেফারেন্স সহ সংকলন করা হয়েছে। যথারীতি এ কার্ডটিও আমাদের অফিস থেকে ফ্রী সংগ্রহ করা যাবে। পরিবহন খরচ (৩৫ টাকা) বহনসাপেক্ষে সর্বোচ্চ ৫ কপি ফ্রী অর্ডার করা যাবে এবং প্রিন্টিং খরচ বহনসাপেক্ষে যে কোন সংখ্যাক কপির অর্ডার করা যাবে।
আপনার কপির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর চলমান সওয়াবের এই খাতে আমাদের মাধ্যমে বিতরণের জন্য আপনিও অংশগ্রণ করতে পারেন।
প্রতিটি কার্ডের প্রিন্টিং খরচ মাত্র ২ (দুই) টাকা।
কুরিয়ার খরচ: ৩৫ টাকা
(বি: দ্র:- দুয়ার বইয়ের সাথে কার্ড অর্ডার করলে পৃথক পরিবহন চার্জ লাগবে না)